RG Kar News: বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে গড়িমসির অভিযোগে রাজ্যকে পত্রাঘাত কেন্দ্রের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডের মধ্যেই নারী সুরক্ষায় মোদিকে চিঠি মমতার, জবাব কেন্দ্রের। প্রধানমন্ত্রীকে চিঠির পাল্টা মুখ্যমন্ত্রীকে চিঠি নারী শিশু কল্যাণ মন্ত্রকের। বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে গড়িমসির অভিযোগে রাজ্যকে পত্রাঘাত কেন্দ্রের। বরাদ্দ সত্ত্বেও ধর্ষণ-পকসো মামলায় বিশেষ কোর্ট চালু নিয়ে গড়িমসির অভিযোগ।
কালের নবান্ন অভিযান ঘিরে সতর্ক প্রশাসন। কলকাতার বিভিন্ন রাস্তায় পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ জারি করল কলকাতা পুলিশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল ভোর চারটে থেকে রাত ১০টা পর্যন্ত কোন কোন রাস্তায় পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যে রয়েছে দ্বিতীয় হুগলি সেতু এবং র্যাম্প, খিদিরপুর রোড, তারাতলা রোড, ডায়মন্ড হারবার রোড, গার্ডেনরিচ রোড, হাইড রোড ও রিমাউন্ট রোড। এ ছাড়াও, আগামীকাল পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ জারি থাকছে জওহরলাল নেহরু রোড, রানি রাসমণি অ্যাভিনিউ, রেড রোড, মেয়ো রোড, আউট্রাম রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, কুইন্স ওয়ে, ক্যাথিড্রাল রোড ও এজেসি বোস রোডে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে কলকাতা পুলিশ।
আর জি করকাণ্ডের প্রতিবাদে কাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান। তুঙ্গে পুলিশি-তৎপরতা। নবান্ন যাওয়ার পথে সবকটি রাস্তায় করা হয়েছে ব্যারিকেড।