CHC: ‘মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন, CBI দফতরেই শুধু আতঙ্ক?’ প্রশ্ন আইনজীবীর, অনুব্রত মামলার স্থগিত রায়দান ।Bangla News
গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের রক্ষাকবচের আবেদনের শুনানি শেষ। রায়দান স্থগিত রাখল হাইকোর্ট। আদালতে সিবিআইয়ের (CBI) আইনজীবী জানান, অনুব্রত মণ্ডল নিজেকে অসুস্থ বলে দাবি করে বারবার হাজিরা এড়ালেও মাস্ক ছাড়াই তাঁকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে। যিনি করোনা আক্রান্ত হতে পারেন এই ভয়ে হাজিরা দিচ্ছেন না, তিনি কী করে মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন? আদালতে প্রশ্ন তোলেন সিবিআইয়ের আইনজীবী। আদালত যদি সাক্ষীদের রক্ষাকবচ দিতে শুরু করে তাহলে কাউকে নোটিশ পাঠানো হলেই সে আদালতের দ্বারস্থ হবে। তদন্ত প্রক্রিয়া ব্যাহত হবে বলে সওয়াল করেন সিবিআইয়ের আইনজীবী। অনুব্রত মণ্ডলের আইনজীবী বলেন, গ্রেফতারির উদ্দেশেই বারবার ডাকা হচ্ছে। তদন্তের নামে হুমকি দেওয়া তদন্তকারী সংস্থার কাজ নয়, কিন্তু সেটাই করা হচ্ছে। ভবিষ্যতে নোটিস পাঠালে যাতে রক্ষাকবচ মেলে তার আবেদন জানানো হচ্ছে আদালতে।