Chhaya Prakashani: ছায়ার মতো রয়েছে ছায়া প্রকাশনী। এই বার্তাকে সামনে রেখেই স্কুলপড়ুয়াদের দিকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিল সংস্থা।
ABP Ananda Live: পড়ার বইয়ের পাতায় পুরস্কারের হাতছানি। আর সেটাই অপ্রত্য়াশিত প্রাপ্তি হয়ে উঠে এল হাতের মুঠোয়। এবার পঞ্চম বর্ষে পদার্পণ করল ছায়া প্রকাশনীর অনুষ্ঠান স্ক্র্যাচ অ্যান্ড উইন। রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন ক্লাসের ২০ জন স্কুল পড়ুয়ার হাতে ১৫ হাজার টাকা করে স্কলারশিপ তুলে দেওয়া হল সংস্থার তরফে। মেদিনীপুরের পড়ুয়া অর্ঘ্য স্বভূমিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছিল মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া-সহ বিভিন্ন জেলার স্কুলপড়ুয়ারা। হালদার পেলেন মেগা প্রাইজ, অল্টো গাড়ি। ৫০ বছর ধরে ছাত্রছাত্রীদের সঙ্গে ছায়ার মতো রয়েছে ছায়া প্রকাশনী। এই বার্তাকে সামনে রেখেই স্কুলপড়ুয়াদের দিকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিল সংস্থা।
'আদানিকে আজই গ্রেফতার করতে হবে' । সেবি প্রধান মাধবী বুচের বিরুদ্ধেও তদন্ত করতে হবে' প্রধানমন্ত্রী আদানিকে সুরক্ষা দিচ্ছেন' । সামান্য অপরাধ করলেও জেলে যেতে হয়' , 'কিন্তু আদানি এত বড় অপরাধ করলেও তাঁকে সুরক্ষা দেন প্রধানমন্ত্রী', অধিবেশন বসলেই সংসদে বিষয়টি উত্থাপন করা হবে', মার্কিন এজেন্সি বলছে, ভারতে আদানি ঘুষ দিতে চেয়েছেন', '২ হাজার কোটির কেলেঙ্কারি করেছেন আদানি', কিন্তু তারপরেও আদানিকে গ্রেফতার করা হবে না', কারণ প্রধানমন্ত্রী নিজে আদানি দ্বারা নিয়ন্ত্রিত হন', আদানিকে আগে গ্রেফতার করা হোক, কাউকে যেন ছাড় না দেওয়া হয়', 'আদানি ভরতে রোজ দুর্নীতি করছেন, মার্কিন এজেন্সি FBI বলেছে' । আদানি গোটা দেশটা হাইজ্যাক করেছেন', আদানিকে গ্রেফতার করার ক্ষমতা নেই প্রধানমন্ত্রীর', মোদি এবং আদানি, দুজনেই দুর্নীতিগ্রস্ত' 'বিজেপি দলটিই আদানির টাকায় চলে', সেবি প্রধান মাধবী বুচ আদানিকে রক্ষা করছেন', 'গোটা বিষয়টির নেপথ্যে রাজনৈতিক-অর্থনৈতিক-আমলাতান্ত্রিক দুর্নীতি', মন্তব্য রাহুল গাঁধীর।