(Source: Poll of Polls)
Chok Bhanga Chota: বিরোধীদের এত জ্বালা কীসের ? SIR-কটাক্ষ অমিত শাহর ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কোনও রাজ্য সরকারের কোনও সিদ্ধান্ত, কোনও অনুপ্রবেশকারী নিতে পারে?' 'যিনি দেশের নাগরিক নন, তিনি কী করে ভোটার হতে পারেন?' 'দেশের প্রধানমন্ত্রী, রাজ্যগুলির মুখ্যমন্ত্রী কে হবেন, তা ঠিক করবে বিদেশিরা?' । 'SIR হলে জ্বালাটা কোথায়?' 'নির্বাচন কমিশন SIR করে অনুপ্রবেশকারীদের তাড়ালে, ওদের পেট ব্যথা কেন?' 'অনুপ্রবেশ হতে দিয়ে বিরোধীরা ভোটব্যাঙ্ক তৈরি করেছে, যার বলে ক্ষমতায় টিকে থাকা যায়' । আমরা বলছি, গোটা দেশে SIR চালু করে, খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের ডিলিট করতে হবে' । মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের উপরের মানুষ, কটাক্ষ অমিত শাহের । আমরা সংবিধান মেনে চলা লোক, বিহার সমাগম অনুষ্ঠানে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
আরও খবর....
এবার প্রকাশ্য়ে বিজেপি নেতাদের হুঁশিয়ারি শীতলকুচির তৃণমূলের ব্লক সভাপতির। 'ভোটে যদি আমরা জিততে না পারি, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের নয়। নির্বাচনের আগে বিজেপিকে কোনও জায়গা ছাড়ব না। আমাদের সাংসদ বলেছেন, যেখানে যে ওষুধ দিতে হবে...।...সেখানে তার প্রয়োগ করব আমরা। কোথাও অ্যালোপ্যাথি দেব, কোথাও হোমিওপ্যাথি দেব। কোথাও আমরা অপারেশন করব। যদি সেক্ষেত্রে অপারেশন করতে হয় আমরা অপারেশন করব। বিজেপি মানুষকে প্রভাবিত করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে অ্যাকশন', মন্তব্য হুঁশিয়ারি শীতলকুচির তৃণমূলের ব্লক সভাপতি তপন গুহর। পশ্চিমবঙ্গে SIR-এর ভয়ে এই ধরণের মন্তব্য তৃণমূলের, পাল্টা কটাক্ষ বিজেপির।























