Malda News: আগাছায় ভর্তি গোটা হাসপাতাল, ওয়ার্ডের ভিতরে চড়ছে ছাগল, বিড়াল
ABP Ananda LIVE: আগাছায় ভর্তি গোটা হাসপাতাল। ওয়ার্ডের ভিতরে চড়ছে ছাগল, বিড়াল। বেহাল দশা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের। নেই পানীয় জল, প্রয়োজনীয় ওষুধ। অভিযোগ রোগীদের। হাসপাতালে ছাগল-বিড়াল
আরও খবর...
পহেলগাঁও হামলার পর ইতিমধ্যেই অনেকেই জম্ম-কাশ্মীরে ঘুরতে যাওয়া থেকে মুখ ঘুরিয়েছেন। ঠিক এমনই এক আবহে, গতকাল নবান্নে আসেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। মুখ্যমন্ত্রীর পাশাপাশি পশ্চিমবঙ্গবাসীকেও ভূস্বর্গ যাওয়ার আমন্ত্রণ জানান ওমর। এদিকে ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকের পরপরই মুখ্যমন্ত্রী বলেন, 'কাশ্মীরে যাতে সবাই যেতে পারে, তার ব্যবস্থা করুক কেন্দ্র।' এদিকে চব্বিশ ঘণ্টা পার হতে না হতেই, 'মুসলিম অধ্যুষিত কাশ্মীরে না গিয়ে হিন্দু বাঙালিরা অন্য কোথাও গেলে প্রাণে বাঁচবেন','বাঙালিদের কাশ্মীর যেতে নিষেধ' করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার মন্তব্যে তোলপাড় রাজ্য-রাজনীতি। এক্স পোস্টে সরব তৃণমূল।



















