Tmc Portest: বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা। ভাষা আন্দোলনে তৃণমূল | ABP Ananda LIVE
ABP Ananda LIVE : ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে পাল্টা ঘেরাওয়ের হুঁশিয়ারি । বিজেপি নেতাদের পাল্টা ঘেরাওয়ের হুঁশিয়ারি হরিশ্চন্দ্রপুরের INTTUC নেতার । 'এলাকায় গেলে বিজেপি নেতাদের ধরতে হবে, গর্জাতে হবে' । 'বিজেপি নেতারা এলাকায় গেলে সাধারণ মানুষ ঘিরে ধরবেন'। হুঁশিয়ারি তৃণমূলের শ্রমিক নেতা বিশ্বজিৎ হালদারের । গুরুগ্রামে আটক হরিশ্চন্দ্রপুরের শ্রমিকদের বাড়িতে গিয়ে বিজেপিকে হুঁশিয়ারি। পরিযায়ী শ্রমিকদের সর্বনাশের মূল কারণ তৃণমূল, পাল্টা আক্রমণ বিজেপির
বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা। ভাষা আন্দোলনে তৃণমূল। শহর থেকে জেলা, দিকে দিকে প্রতিবাদ।
আরও খবর....
ছিনতাইয়ের অভিযোগে ধৃত যুব তৃণমূল নেতা? এবার এমনই অভিযোগ তুলল বিজেপি। শনিবার আসানসোল দক্ষিণ থানার সাতাইশা মোড়ে চালের দোকানের ২ কর্মীর কাছ থেকে ১১ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে আজ চারজনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্য়েই একজন সরবন মণ্ডল। বিজেপির দাবি, এই ব্য়ক্তি কুলটির যুব তৃণমূল নেতা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অন্য়দিকে ঘটনায় চারজনকে গ্রেফতারের পাশাপাশি দু'লক্ষ টাকা, একটি আগ্নেয়াস্ত্র এবং মোটরবাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ।
বাগদার পর এবার গোপালনগরে CAA ক্যাম্প
বাঙালি ঐক্যমঞ্চের উদ্যোগে CAA ক্যাম্পের আয়োজন
CAA ক্যাম্পে ১৬ জনের আবেদন
'হিন্দুত্বের সার্টিফিকেট নিয়ে মতুয়া ঠাকুরবাড়িতে সমস্যা হচ্ছে'
CAA ক্যাম্পে এলে সার্টিফিকেট পেয়ে যাবেন, আশ্বাস বিজেপি বিধায়ক অসীম সরকারের




















