Mamata Banerjee: যখন কাশী-বিশ্বনাথ, পুস্করে যাই তো, তখন তো কেউ প্রশ্ন তোলেন না?: মমতা
ABP Ananda Live: বছর ঘুরলেই ফের আরেকটা বিধানসভা ভোট। তার আগে, আজ ফুরফুরা শরিফে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ইফতার পার্টিতে যোগ দিলেন তিনি। কথা বলেন পীরজাদাদের সঙ্গে। সম্প্রতি ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। যদিও এদিন ফুরফরা শরিফ থেকে বিরোধীদের স্পষ্ট জবাব মুখ্যমন্ত্রীর । এদিন মমতা বলেন, আপনাদের কাছে এসেছি। আগেও আমি খুব আসতাম। ১৫-১৬ বার এসেছি আমি। কাজেই এটা আমার কাছে নতুন কিছু নয়। খারাপ লাগে এটাই, কমেন্ট করেছে, এটা কি ভোটের সমীকরণ ? 'যখন কাশী-বিশ্বনাথ, পুস্করে যাই তো, তখন তো কেউ প্রশ্ন তোলেন না? যখন দুর্গা-কালীপুজোয় যাই, তখন তো কেউ প্রশ্ন করে না..আজ জেনে রাখুন আমি খ্রীস্টানদের ফেস্টিভ্যালেও যাই।আমি ইদেও যাই। আমি ইফতার নিজে করি। ইফতার- রোজাতেও যাই। '


















