Cooch Behar : কোচবিহার লোকসভা কেন্দ্র বিজেপির হাতছাড়া হতেই জেলায় গেরুয়া শিবিরে ভাঙন | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: দল বদলের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতে কর্তৃত্বের বদল। লোকসভা ভোটে বাংলায় তৃণমূল ঝড়ের পর কি সেই খেলা শুরু হয়ে গেল? কোচবিহার লোকসভা কেন্দ্র বিজেপির হাতছাড়া হতেই জেলায় গেরুয়া শিবিরে ভাঙন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের খাসতালুকেই তৃণমূলে যোগ দিলেন বিজেপি পরিচালিত ভেটাগুড়ি ২ নম্বর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান-সহ ৯ জন পঞ্চায়েত সদস্য। কোচবিহার লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার হাত ধরে তৃণমূলে যোগ দেন তাঁরা। বিজেপি পরিচালিত ১৮ আসনের ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা তার জেরে ৬ থেকে বেড়ে হল ১৫। আর বিজেপি কমে হল ৩। বিজেপির পঞ্চায়েত প্রধান এখনও তৃণমূলে যোগ দেননি। যদিও শাসক শিবিরের দাবি, অচিরেই সেটাও হয়ে যাবে। বিজেপির অভিযোগ, ভয় দেখিয়ে তাঁদের পঞ্চায়েত সদস্যদের দল বদলাতে বাধ্য করা হয়েছে।