Shankar Ghosh : ১৪ বছর পরে 'পাগলু' নিয়ে দেবের 'ভুল' কবুল। 'ন্যাকামো সিনেমায় করা ভাল', আক্রমণে শঙ্কর
ABP Ananda LIVE : 'অনেক ন্যাকামো করেছেন উনি। ওনার এই ন্যাকামোতে বাংলার মানুষের কোনও লাভ হয়নি। এই ধরণের ন্যাকামো সিনেমায় করা ভাল, বাস্তব জীবনে ওনাকে মানায় না।' দেবের 'পাগলু' স্বীকারোক্তিতে আক্রমণ শঙ্কর ঘোষের।
সোশ্যাল মিডিয়ায় হুমকি, কটূক্তি, AI দিয়ে স্ত্রীর ছবি বিকৃতি? থানায় গেলেন পরিচালক শিবপ্রসাদ :
এদিকে ফ্যান পেজ থেকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। সস্ত্রীক থানায় গেলেন টলিউড পরিচালক শিবপ্রসাদ। ছবির যাতে মুক্তি না পায়, তার জন্য হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। যন্ত্রমেধার (AI) সাহায্য়ে তাঁর স্ত্রী জিনিয়া সেনের ছবিও বিকৃত করা হয় বলে জানিয়েছেন পরিচালক। শিবপ্রসাদ জানিয়েছেন, ৩০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। আগে কখনও এমন পরিস্থিতিতে পড়তে হয়নি। মুখোশের আড়াল থেকে কেউ বা কারা এসব ঘটাচ্ছে বলেও অভিযোগ করেছেন। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। কারণ সোশ্যাল মিডিয়ায় যে কথোপকথন সামনে এসেছে, তাতে দেবের ফ্যান পেজের কিছু মন্তব্য বিশেষ ভাবে তুলে ধরেছেন জিনিয়া। ( (Shiboprosad Mukherjee)
মঙ্গলবার সস্ত্রীক রবীন্দ্র সরোবর থানায় হাজির হন শিবপ্রসাদ। সেখানে অভিযোগ দায়ের করেন তাঁরা। বিভিন্ন ফ্যান পেজ এবং প্রোফাইল থেকে লাগাতার কটূক্তি করা হচ্ছে, হুমকিও দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এমনকি AI দিয়ে তাঁর স্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট করা হয়েছে বলেও অভিযোগ করেছেন। ছবি যাতে মুক্তি না পায়, মূলত সেই নিয়েই হুমকি দেওয়া হয় বলে দাবি করেছেন। Tollywood News)