এক্সপ্লোর
Cooch Behar: কোচবিহারে সরকারি জমিতে পার্টি অফিস!, 'জমি দখল' তৃণমূলের
খোদ তৃণমূল (TMC) জেলা সভাপতির বাড়ির সামনে সরকারি জমিতে পার্টি অফিস বানানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহার পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ঘটনা। তৃণমূল জেলা সভাপতির বাড়ির উল্টোদিকে হেরিটেজ বিল্ডিং। আর দোরগোড়ায় পূর্ত দফতরের জমিতে তৈরি হয়েছে শাসক দলের পার্টি অফিস। গতকাল এর উদ্বোধন হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল যে আইন মানে না এই ঘটনা তার প্রমাণ। তৃণমূল জেলা সভাপতির দাবি, এটি দলের অস্থায়ী অফিস। হেরিটেজ বিল্ডিং কর্তৃপক্ষ আপত্তি জানালে ওই অফিস সরিয়ে নেওয়া হবে।
জেলার
বছরভর কী ঘটল? রাজনীতির মারপ্যাঁচে কার বাজিমাত? সাল শেষের আনন্দে ফিরে দেখা রাজনীতি
আরও দেখুন



















