Coochbehar News: কোচবিহারের বিজেপি সদস্যর দলবদল নিয়ে বিতর্ক তুঙ্গে! ABP Ananda Live
West Bengal News: কোচবিহারের তুফানগঞ্জের অন্দারন ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যর দলবদল নিয়ে বিতর্ক। অপহরণ করে তাঁকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানে বাধ্য করা হয় বলে অভিযোগ গেরুয়া শিবিরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
মঙ্গলবার তৃণমূলের বিরুদ্ধে যাঁকে অপহরণ করার অভিযোগ উঠেছিল, বুধে তাঁকেই পাওয়া গেল খাস তৃণমূলেরই পার্টি অফিসে। শুধু তাই নয়, এদিন ঘটা করে বিজেপি ছেড়ে তৃণমূলেও যোগ দিলেন এই পঞ্চায়েত সদস্য। আর এই ঘটনা ঘিরে তীব্র চাপানউতোর শুরু হয়েছে কোচবিহারের তুফানগঞ্জে। তৃণমূলে বিজেপির পঞ্চায়েত সদস্য। তুফানগঞ্জে অন্দারন ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে।
মঙ্গলবার এই গ্রাম পঞ্চায়েতেরই বিজেপি সদস্য সুধীর বর্মনকে অপহরণ করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন বিজেপির পঞ্চায়েত সদস্যের স্ত্রী। এদিন সেই সুধীর বর্মনের খোঁজ মেলে। তবে বাড়িতে বা এলাকায় নয়, তৃণমূলের জেলা পার্টি অফিসে।