Corona Vaccine: স্বাস্থ্যকেন্দ্রে তালা, করোনার টিকা নিতে এসে হয়রানি, পুরুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে বিশৃঙ্খলা
স্বাস্থ্যকেন্দ্রে (Health Center)তালা, ভ্যাকসিন নিতে এসে হয়রানির অভিযোগ। পুরুলিয়ার (Purulia) পুর স্বাস্থ্যকেন্দ্রে টিকার লাইনে বিশৃঙ্খলা। অতিরিক্ত ভিড় ঠেকাতেই তালা, সাফাই স্বাস্থ্যকেন্দ্রের।
অন্যদিকে, মালদা মেডিক্যাল কলেজ (Malda Medical College) হাসপাতালে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ (Protest)। ১৭৭ জন অস্থায়ী কর্মীকে ১ অগাস্ট থেকে হাসপাতালে কাজে আসতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ করেছেন তাঁরা। সূত্রের দাবি, হাসপাতালের তহবিলে টান পড়ায় এই পদক্ষেপ। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা। তাঁদের দাবি, কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
অন্য়দিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) ক্যাম্পাসে উত্তেজনা। মাইগ্রেশন সার্টিফিকেট-সহ বেশ কিছু সমস্যা নিয়ে আসেন পড়ুয়ারা। সেইসব বিষয় নিয়েই উত্তেজনা ছড়ায়।