Hooghly News: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরি করতে গিয়ে পুলিশের হাতে পাকড়াও যুবক ! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: হুগলির পোলবার রামনাথপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরি করতে ঢুকে ধরা পড়ল এক যুবক! ব্যাঙ্কের ভেন্টিলেটার ভেঙে চোর ভিতরে ঢোকার পর টের পায় টহলদারি পুলিশ । চোর একজন, নাকি একদল, জানতে না পেরে ব্যাঙ্ক ঘিরে রাখে পুলিশের দল । পরে বাড়তি পুলিশ এসে পৌঁছলে ভোরে ব্যাঙ্কে ঢুকে চোর ধরে পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃত দেবকুমার লোহার পোলবারই বাসিন্দা
দক্ষিণ ২৪ পরগনায় বেলাগাম দুষ্কৃতী-রাজ !
দক্ষিণ ২৪ পরগনায় বেলাগাম দুষ্কৃতী-রাজ ! বজবজে বোমাবাজির পর ক্যানিংয়ে প্রচুর পরিমাণ কার্তুজ উদ্ধার । ক্যানিংয়ের জীবনতলায় ১৯০ রাউন্ড কার্তুজ উদ্ধার । 7 MM পিস্তলের ১৯০ রাউন্ড কার্তুজ উদ্ধার। ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। একটি ডবল ব্যারেল বন্দুকও উদ্ধার। কলকাতা থেকে অস্ত্র-গুলি নিয়ে যাওয়া হয়েছিল, পুলিশ সূত্রে খবর।
খাস কলকাতায় ATM জালিয়াতি। কার্ড লক যাদবপুর স্টেডিয়ামের কাছে SBI-এর ATM ব্র্যাঞ্চে। ধাপে ধাপে ২ গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও দেড় লক্ষাধিক টাকা।


















