RG Kar News: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন বেহালা হাইসকুলের বর্তমান ও প্রাক্তন পড়ুয়ারা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন বেহালা হাইসকুলের বর্তমান ও প্রাক্তন পড়ুয়ারা। আজ সকালে সকুলের সামনে থেকে মিছিল করেন তাঁরা। ডায়মন্ড হারবার রোড, বেহালা থানা হয়ে সকুলের সামনে এসে মিছিল শেষ হয়। ডায়মন্ড হারবার রোডে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করা হয়। মিছিল থেকে জাস্টিস ফর আর জি কর স্লোগান ওঠে। মিছিলে অংশ নেন বিশেষভাবে সক্ষম বেহালা হাইসকুলের এক প্রাক্তনীও।
আরও খবর...
আর জি কর প্রসঙ্গে কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্য নিয়ে নালিশ। আইএমএ-কে চিঠি ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির রাজ্য শাখার। এবিপি আনন্দ-র 'যুক্তি তক্কো' অনুষ্ঠানে করা তৃণমূল সাংসদের মন্তব্য নিয়ে অভিযোগ । 'কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্য রুচিবিরুদ্ধ, অসম্মানজনক ও নিন্দনীয়। এই মন্তব্য মহিলা চিকিৎসকদের যোগ্যতা, কঠিন পরিশ্রম ও তাঁদের পেশার দায়বদ্ধতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। চিকিৎসকদের কাছে ক্ষমা চাওয়া উচিত কাকলির। আইএমএ থেকে বহিষ্কার করা হোক কাকলি ঘোষ দস্তিদারকে', আইএমএ সভাপতিকে চিঠি ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির রাজ্য শাখার।
আর জি কর মেডিক্য়াল কাণ্ডের ঘটনায় সুবিচারের দাবিতে রাজ্য়-জুড়ে চলছে প্রতিবাদ। শনিবার সেই একই দাবিতে পথে নামলেন বিভিন্ন স্কুলের প্রাক্তনী, শিক্ষক, শিক্ষিকারা। অন্য়দিকে প্রতিবাদ সমাবেশে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন প্রতিবাদীরা।