RG Kar News: বিচারের দাবিতে আজও উত্তাল আর জি কর মেডিক্যাল, বিভাগীয় প্রধানকে ঘিরে বিক্ষোভ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বিচারের দাবিতে আজও উত্তাল আর জি কর মেডিক্যাল। হাসপাতাল চত্বরেই মিছিল জুনিয়র ডাক্তারদের। তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে বিভাগীয় প্রধানকে ঘিরে বিক্ষোভ। পরিবারকে ফোন করে আত্মহত্যার তত্ত্ব দেওয়া হল কেন, প্রশ্ন আন্দোলনকারীদের। ভুল স্বীকার করলেন অরুণাভ দত্ত চৌধুরী।
RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে আউটডোর পরিষেবা বন্ধ রাখার ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। জেলায় জেলায় হাসপাতালে হয়রানির ছবি। আন্দোলনকারী চিকিৎসকদের পাশেও দাঁড়িয়েছেন কোনও কোনও রোগী।
হাইকোর্টের নির্দেশের পরই আর জি কর-কাণ্ডে তৎপর CBI. SSKM-এ স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিয়ে যাওয়া হল CGO কমপ্লেক্সে। সাক্ষীদের বয়ান সংক্রান্ত নথি CBI-কে দিল পুলিশ। মেডিক্যাল ও ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে যেতে পারে ঘটনাস্থলে। খতিয়ে দেখা হবে নিহত মহিলা চিকিৎসকের ফোনের কল রেকর্ড, বলছে সূত্র। গতকালই কেস ডায়েরি-সহ মামলার নথি CBI-এর হাতে তুলে দিয়েছে পুলিশ।