Digha Rath Yatra: রথযাত্রা উপলক্ষ্যে সেজে উঠেছে দিঘা, প্রস্তুতি তুঙ্গে, কী পরস্থিতি সেখানে?
ABP Ananda LIVE: রথযাত্রা উপলক্ষ্যে সেজে উঠেছে দিঘা। জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর এই প্রথমবার সৈকতশহরে রথযাত্রা পালিত হবে। শহরজুড়ে সাজো সাজো রব। গত ৩০ এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে প্রতিদিনই ভিড় হচ্ছে। রথযাত্রা উপলক্ষ্যে ভিড় বাড়বে বলে মনে করছে প্রশাসন। সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ৫ মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী নিজেও গতকাল পৌঁছে গেছেন দিঘায়। আজ দুপুরে রথযাত্রার ব্যবস্থাপনা এবং ভিড় নিয়ন্ত্রণ নিয়ে মন্ত্রীদের সঙ্গে প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রীর। রথযাত্রা উপলক্ষ্যে দিঘায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ফের প্রকৃতির রোষ আছড়ে পড়ল হিমাচলপ্রদেশে। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় নেমে এল সেখানে। হড়পা বানে কমপক্ষে ২০ জন ভেসে গিয়েছেন বলে আশঙ্কা। এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর মিলেছে। ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তা ভয় ধরায় মনে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। (Himachal Pradesh Floods)
বুধবার মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় নেমে আসে হিমাচলপ্রদেশে। বিশেষ করে কুলুতে হড়পা বানের প্রকোপ দেখা দেয়। পাহাড়ি এলাকায় জলের তোড়ে ভেঙে পড়ে বেসরকারি তাপবিদ্যুৎ প্রকল্পের অস্থায়ী ছাউনি। রাস্তা ধসে গেলে তাদের একটি গাড়িও মাটিতে ঢুকে যায় অর্ধেক। বেশ কিছু জায়গায় নদীর জল সেতু ছুঁয়ে ফেলেছে। (Cloudbursts in Himachal)



















