Dilip Ghosh: 'আমার হাত ধরে রাজু ঝা বিজেপিতে যোগ দেননি', বাবুলের দাবি খারিজ করে মন্তব্য দিলীপ
রাজু ঝার বিজেপি যোগ নিয়ে খোঁচা বাবুল সুপ্রিয়র। 'রাজু ঝাকে নিয়েই বিজেপিতে চূড়ান্ত মত বিরোধ হয়''আজ যারা বড় বড় কথা বলছেন, তাঁদের সঙ্গেই চূড়ান্ত মতবিরোধ হয়'
'রাজুকে ঘটা করে বিজেপিতে যোগদান করান দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়''রাজুর হোটেল বড় বড় বিজেপি নেতারা ব্যবহার করতেন''এই বিজেপি নেতাদের বিরুদ্ধে কেন সিবিআই-ইডি তদন্ত হবে না?''এই দুষ্টু লোকগুলো সিবিআই-ইডির লিস্ট থেকে কী করে ভ্যানিশ হয়ে যাচ্ছে?', ট্যুইট করে প্রশ্ন পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়র। দিলীপ ঘোষের সঙ্গেই বাবুলের নিশানায় বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। 'আসানসোলের সভাপতি হতে বাড়িতে এসে বসে থাকতেন লক্ষ্মণ নামে দুষ্টু বিধায়ক''সে-ই কৈলাসের আশীর্বাদে দিলীপের সাথে রাজুর ব্যাপারটা ব্রোকার করেছিল', দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ককে নিশানা করে ট্যুইট বাবুল সুপ্রিয়র।
'আমার হাত ধরে রাজু ঝা বিজেপিতে যোগ দেননি', বাবুলের দাবি খারিজ করে মন্তব্য দিলীপ ঘোষের। 'রাজুর মতো অনেক বড় নেতাই বিজেপিতে এসেছিলেন''কে দোষী, সেটা আদালত ঠিক করবে''রাজুর হোটেল ভাড়া নিয়ে বিজেপি বৈঠক করেছে', দাবি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের