Sajal Ghosh: 'সারা কলকাতার মধ্য়ে এই প্রেমপত্রটা আমার প্রতি কেন?' ষড়যন্ত্রের অভিযোগে সরব সজল ঘোষ
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে মুচিপাড়া থানার তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে বলে ষড়যন্ত্রের অভিযোগে সরব হলেন সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির সম্পাদক ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তাঁর দাবি, এরকম নির্দেশিকা কলকাতার অন্য কোনও পুজো কমিটিকে পাঠায়নি পুলিশ। তিনি বলেন, "এটা সরকারি ধমকি। সরকারি হুমকি। আমি জানতে চাই এদের এটা দেওয়ার ক্ষমতা আছে? আমি নাগরদোলা লাগাব না? আমি স্টল লাগাব না? তার থেকে বল না বাবা তুই পুজোটা করবি না। আচ্ছা সারা কলকাতার মধ্য়ে এই প্রেমপত্রটা আমার প্রতি কেন? এতেই দিদির আমাদের প্রতি ভালবাসাটা পুরো প্রমাণ হয় না কি?'' এবিষয়ে, ডিসি সেন্ট্রাল জানিয়েছেন, পুজো কমিটির কোনও আপত্তি থাকলে থানার আধিকারিকের সঙ্গে কথা বলতে পারেন।



















