Chetla Agrani : চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন ! আজকের জন্য দর্শকদের জন্য বন্ধ পুজো মণ্ডপ
ABP Ananda LIVE : চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন। আজকের জন্য দর্শকদের জন্য বন্ধ চেতলা অগ্রণীর পুজো। লাগানো হল পুলিশ ব্যারিকেড।
ছাত্রীদের হস্টেলের ঘরে ক্যামেরা লুকিয়ে রাখতেন অভিযুক্ত 'গডম্যান', নাম পরিবর্তনে বাধ্য করেছিলেন একজনকে
দিল্লির স্বঘোষিত গডম্যানের একের পর এক কুকীর্তির কথা প্রকাশ্যে আসছে। আর তা শুনে আঁতকে উঠছেন সাধারণ মানুষ। স্বামী চৈতন্যনন্দ সরস্বতী ওরফে স্বামী পার্থসারথির বিরুদ্ধে যৌন হেনস্থা করার মতো গুরুতর অভিযোগ উঠেছে। দিল্লির বসন্ত কুঞ্জের একটি বেসরকারি ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের সর্বেসর্বা এই 'বাবা'। সেখানকার অন্তত ১৭ জন ছাত্রী তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন। ৬২ বছরের এই ব্যক্তির বিরুদ্ধে ওই ১৭ জনের সকলেই যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। আগেই শোনা গিয়েছে যে, আর্থিক ভাবে অনগ্রসর শ্রেণি থেকে স্কলারশিপ নিয়ে পড়তে আসা অভাবী ছাত্রীদের নিশানা করতেন এই 'বাবা'। এবার প্রকাশ্যে এসেছে যে ছাত্রীদের হস্টেলের ঘরে ক্যামেরা লুকিয়ে রাখতেন তিনি। NDTV সূত্রে খবর, এফআইআর - এ বলা হয়েছে অনেক রাতে ছাত্রীদের নিজের ঘরে ডেকে পাঠাতেন স্বামী চৈতন্যনন্দ। এমনকি বিনা খরচে বিদেশ ভ্রমণের টোপও দেওয়া হতো। এমনকি এফআইআর- এও বলা হয়েছে যে এক ছাত্রীকে তাঁর ইচ্ছের বিরুদ্ধে নাম পরিবর্তনে বাধ্য করেন এই স্বঘোষিত গডম্যান। পলাতক অভিযুক্তের খোঁজে জোরকদমে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


















