এক্সপ্লোর
স্মরণে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল কুমোরটুলি সর্বজনীন
কুমোরটুলি সর্বজনীনের পুজো এবার ৯২-এ পড়ল। পুজোর থিম- শিরোনাম। যে প্রতিমাশিল্পীরা এই ৯২ বছর ধরে কুমোরটুলি সর্বজনীনকে শহরের সেরা পুজোগুলির মধ্যে শিরোনামে এনে দিয়েচে, তাঁদের শ্রদ্ধা জানাতেই এই বিষয় ভাবনা। মণ্ডপে এখনও পর্যন্ত যে শিল্পীরা কুমোরটুলি সর্বজনীনের প্রতিমা গড়েছেন, তাঁদের নাম লেখা রয়েছে মণ্ডপে। স্মরণে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল কুমোরটুলি সর্বজনীন।
জেলার
বাটার ফ্রুট কেক থেকে রিচ পাম কেক, বড়দিনের কেকের পসরা নিয়ে হাজির মিও আমোরে
আরও দেখুন



















