Durgapur News: লরি ভর্তি গরু নিয়ে যাওয়ার সময়ে বেধড়ক মারধর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: লরি ভর্তি গরু নিয়ে যাওয়ার সময়ে বেধড়ক মারধর । অভিযোগ, বিজেপির যুব মোর্চার রাজ্য় কমিটির সদস্য়-সহ বিজেপি কর্মীদের বিরুদ্ধে । সেই ঘটনাতেই ২ জনকে গ্রেফতার করল দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত বিজেপি যুব মোর্চার রাজ্য় কমিটির সদস্য় পারিজাত গঙ্গোপাধ্য়ায় ফেরার । গতকাল বড়জোড়া থেকে পাণ্ডবেশ্বরে লরি ভর্তি গরু নিয়ে যাওয়া হচ্ছিল । দুর্গাপুর ব্য়ারেজের কাছে সেই লরি আটকান পারিজাত গঙ্গোপাধ্য়ায়-সহ বিজেপি কর্মীরা লরি চালক-সহ গাড়িতে থাকা কয়েকজনকে লরি থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ । বিজেপির অভিযোগ, পাচারের জন্য় নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলি । গতকালই পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী থানায় গিয়ে অভিযোগ করেন
আরও খবর...
ট্রানজিট ফ্লাইট থেকে কলকাতায় ঢোকার অনুমতি না থাকলেও বিমানবন্দর থেকে বেরনোর চেষ্টা বাংলাদেশির। বাধা দেওয়ায় কলকাতা বিমানবন্দরে ভাঙচুর বাংলাদেশি নাগরিকের। সিঙ্গাপুর থেকে বাংলাদেশে যাচ্ছিলেন আশরাফুল হোসেন। বাংলাদেশি নাগরিককে আটক করল সিআইএসএফ। বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দিল সিআইএসএফ। আশরাফুল হোসেনকে জিজ্ঞাসাবাদ বিধাননগর কমিশনারেটের।
স্টুডিও পাড়ায় অচলাবস্থা কাটাতে আদালতের নির্দেশ মেনে বৈঠক করল ফেডারেশন ও ডিরেক্টর্স গিল্ড। বৈঠকে ইতিবাচক আলোচন হয়েছে বলেই দাবি দু'পক্ষের। পরিস্থিতি কবে স্বাভাবিক হয়, নজর এখন সেদিকেই।



















