ED Raid: আজ শহরে একাধিক জায়গায় ম্যারাথন ইডি তল্লাশি
নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) অভিষেককে সিবিআই-তলবের দিনই পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, অফিসে ইডি হানা (ED Raid)।
উল্লেখ্য, অভিষেককে জিজ্ঞাসাবাদের দিনই কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রর বেহালার বাড়িতে পৌঁছে যায় ইডি। বেহালায় কনসালটেন্সি ফার্মের ঠিকানাতেও কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। মূলত সিবিআইয়ের পর এবার ইডি-র স্ক্যানারে 'কালীঘাটের কাকু'। সুজয়কৃষ্ণর ফকিরপাড়া রোডের বাড়ি, বেহালার ফ্ল্যাট ও দুটি অফিসেও চলছে তল্লাশি। নিয়োগ দুর্নীতি তদন্তে এদিন একযোগে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার ১০টি জায়গায় হানা ইডি-র। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, অফিসে চলছে তল্লাশি। দক্ষিণ ২৪ পরগনার ৪টি জায়গাতেও ইডি-র হানা। নজরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের তৃণমূল সদস্য জ্ঞানানন্দ সামন্ত।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে সাতসকালে সুজয়কৃষ্ণর ফকিরপাড়া রোডের বাড়িতে পৌঁছন ইডি-র অফিসাররা। সুজয়কৃষ্ণর ফ্ল্যাট ও দুটি অফিসেও চলছে তল্লাশি। নিয়োগ দুর্নীতি তদন্তে এদিন একযোগে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার ১০টি জায়গায় হানা দিয়েছে ইডি। এর মধ্যে কলকাতায় কালীঘাটের কাকুর বাড়ি, অফিস, সুজয়কৃষ্ণ ঘনিষ্ঠ প্রণব দে-র বাড়ি, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, অফিস-সহ ৬টি জায়গা এবং দক্ষিণ ২৪ পরগনার ৪টি জায়গায় চলছে তল্লাশি। দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল জেলা পরিষদ সদস্য জ্ঞানানন্দ সামন্তর বাড়িতেও সকাল থেকে ইডি-র তল্লাশি চলছে।