ED: এবার ইডি-র স্ক্যানারে ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ৩টি নতুন কোম্পানি
নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার ইডি-র (ED) স্ক্যানারে ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ৩টি নতুন কোম্পানি। যেগুলির সঙ্গে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ রয়েছে বলে ইডি-র তদন্তকারীদের অনুমান। ইডি সূত্রে খবর, সুজয়কৃষ্ণ, তাঁর আত্মীয়-পরিজন ও বিভিন্ন কোম্পানি মিলিয়ে ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির কাছে অ্যাকাউন্ট ডিটেলস চাওয়া হয়েছে। ইডি-র অনুমান, চাকরি-বিক্রির কালো টাকা সাদা করতে এই অ্যাকাউন্টগুলিকে কাজে লাগানো হয়েছিল। ইডি-র দাবি, A সরকার অ্যাসোসিয়েট, সরকার এন্টারপ্রাইসেস ও নয়নিকা এন্টারপ্রাইসেস নামে আরও ৩টি কোম্পানির সন্ধান মিলেছে। এই কোম্পানিগুলির সঙ্গেও কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণর প্রত্য়ক্ষ বা পরোক্ষ যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে আরও ৩টি কোম্পানির হদিশ মেলে বলে ইডি-র দাবি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার ইডি-র স্ক্যানারে ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ৩টি নতুন কোম্পানি এগুলির সঙ্গে সুজয়কৃষ্ণ ভদ্রের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ আছে বলে অনুমান তদন্তকারীদের, সুজয়কৃষ্ণের আত্মীয়-পরিজন ও বিভিন্ন কোম্পানি মিলিয়েই এই ৫০টি অ্যাকাউন্চের হদিশ মিলেছে, সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাছে চাওয়া হয়েছে বিস্তারিত তথ্য, চাকরি বিক্রির কালো টাকা সাদা করতেই এই অ্যাকাউন্টগুলি কাজে লাগানো হয়েছিল বলে ইডি-র অনুমান।