Eid 2022: ইদের সকালে রিজওয়ানুরের বাড়িতে মমতা, আনিসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ সেলিমের ।Bangla News
ইদের সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রিজওয়ানুর রহমানের (Rizwanur Rahaman) বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে, সেই একই দিনে আনিসের বাড়িতে গেলেন মহঃ সেলিম। আমতার সারদা গ্রামে পৌঁছন সিপিএম-এর রাজ্য সম্পাদক। প্রথমে রিজওয়ানুরের পার্ক সার্কাসের বাড়ির সামনে বেদিতে মালা দেন মুখ্যমন্ত্রী। এরপর বাড়িতে গিয়ে কথা বলেন রিজওয়ানুরের মা ও দাদা রুকবানুর রহমান ও পরিবারের সদস্যদের সঙ্গে। আনিসের বাবা, ছেলের মৃত্যুর ‘বিচার’ চাইছেন। ঠিক এভাবেই কলকাতার রাজপথ উত্তাল হয়ে উঠেছিল ১৫ বছর আগে। সেই সময় রাজ্যের ক্ষমতায় সিপিএম। আর বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ১৫ বছর পর আনিস খানের রহস্য মৃত্যুতে, তাঁর সরকার যখন তদন্তের জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে, তখন মৃতের পরিবার চাইছে সিবিআই।
![New Delhi Station: প্রয়াগরাজের ট্রেন ধরতে হুড়োহুড়ি, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু | ABP ANANDA LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/96ba32ceaff0e2d5afe72e33bcb0f2001739713234324894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)