Rituparna Sengupta: ফের নোটিস ইডি-র, ১৯ জুন ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠাল কেন্দ্রীয় এজেন্সি
ঋতুপর্ণা সেনগুপ্তকে ফের নোটিস ইডি-র । ১৯ জুন অভিনেত্রীকে ইডি দফতরে হাজিরার নির্দেশ। এর আগে সময় চেয়েছিলেন ঋতুপর্ণা। বিদেশে আছেন, ৬ জুনের পর হাজিরার জন্য সময় দেওয়া হোক, জানিয়েছিলেন ঋতুপর্ণা। রেশন বণ্টন দুর্নীতি মামলায় আর্থিক লেনদেনের তথ্য সামনে রেখে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।
একদিকে যখন ভোটে বিপর্যয়ের পর অসন্তোষের আগুন বঙ্গ বিজেপির অন্দরে, অন্যদিকে, তখন কাঁথিতে হেরে বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করলেন পরাজিত তৃণমূল প্রার্থী উত্তম বারিক।
'রাজ্যে তৃণমূলের ফল এত ভাল, মালদায় কেন খারাপ?' প্রশ্ন তুললেন তৃণমূলের প্রাক্তন জেলা সভানেত্রী মৌসম বেনজির নুর। খারাপ ফলের জন্য জেলার তৃণমূল নেতৃত্বের ব্যর্থতার দিকে আঙুল তুললেন মৌসম।
গত ১ বছর ধরে সম্পূর্ন সময় মেদিনীপুরে দিয়েছিলাম। টাকা পয়সা সময় সব দিয়েছি। আমাকে লড়তে দেওয়া হয়নি। তার রেজাল্ট সবাই দেখে নিয়েছে। ফের আক্রমণ দিলীপ ঘোষের।