(Source: ECI/ABP News/ABP Majha)
Top News: নিয়োগে ২০ কোটি টাকার লেনদেনের প্রমাণ,সুজয়কৃষ্ণর চার্জশিটে উল্লেখ ED-র | ABP Ananda LIVE
West Bengal News এবার সরাসরি মুখ্যমন্ত্রী চালুর জন্য ১৫২ কোটির টেন্ডার দিল্লির সংস্থাকে সরিয়ে আইপ্যাক ঘনিষ্ঠ সংস্থাকে পাইয়ে দেওয়ার অভিযোগ। তদন্ত করুক ইডি-আয়কর দফতর, দাবি শুভেন্দুর।
Kunal Ghosh: ভিত্তিহীন অভিযোগ, নিয়ম মেনেই টেন্ডার, কাউকে পাইয়ে দেওয়া হয়নি। কাঁথি পুরসভা দুর্নীতি ও সারদাকাণ্ডে শুভেনদুকে গ্রেফতার করা উচিত ইডি-সিবিআইয়ের, পাল্টা কুণাল।
Suvendu Adhikari: পিএসসিতেও চিরকুট। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ডবলুবিসিএস পরীক্ষার্থী কারা? পঞ্চায়েত নির্বাচনে কয়েকজন বিডিওর নিয়োগে গন্ডগোল, দাবি শুভেন্দুর। শুধুই নাটক, পাল্টা কুণাল।
Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে ২০ কোটি টাকার লেনদেনের প্রমাণ। সুজয়কৃষ্ণ ভদ্রের চার্জশিটে উল্লেখ ইডির। ১২৬ পাতার চার্জশিটে একাধিক সংস্থার নাম।
Primary Recruitment : প্রাথমিকের ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল, নির্দেশ সুপ্রিম কোর্টের।
CV Ananda Bose: রাজ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধে নতুন লেভেল লাগিয়ে বিক্রি করে কোটি কোটির ব্যবসা। ই-মেলে অভিযোগ, দাবি রাজ্যপালের। মুখ্যমন্ত্রীকে জানাতে পারতেন, পাল্টা শশী পাঁজা।
Calcutta High Court: প্রয়োজনে যোগীর থেকে কিছু বুলডোজার ভাড়া নিন। মানিকতলায় বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় কলকাতা পুরসভার আইনজীবীর উদ্দেশে মন্তব্য হাইকোর্টের বিচারপতির।
Abhishek Banerjee: সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের। অভিষেক-রুজিরার বিরুদ্ধে লুকআউট সার্কুলার প্রত্যাহারের নির্দেশ সর্বোচ্চ আদালতের। বিদেশ যাত্রার এক সপ্তাহ আগে ইডি-কে জানানোর নির্দেশ।
Panchayat Election: গান পয়েন্টে খাস কলকাতার ভাড়াবাড়ি থেকে মথুরাপুরের জয়ী বিরোধী প্রার্থীদের অপহরণের অভিযোগ। পুরোটাই নাটক, কেউ ওদের সঙ্গে থাকতে চাইছে না, স্বেচ্ছায় আসছে, পাল্টা সওকত মোল্লা।
Kanti Ganguly: সিসিটিভি ফুটেজে ছবি, তাও অসহযোগিতা থানার, অভিযোগ সিপিএমের। কান্তি গঙ্গোপাধ্যায়রা আদালতের দ্বারস্থ। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পর তদন্তে নামল পুলিশ।
Malda Incident :বামনগোলায় চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা, তোলপাড় রাজ্য। ৯ দিন পর পদক্ষেপ। আইসি-সহ ৪ পুলিশ আধিকারিক ক্লোজ। পিঠ বাঁচাতে পদক্ষেপ, অভিযোগ বিজেপির।
Manipur Violence: আজ মণিপুরে অধীরের নেতৃত্বে যাচ্ছে তৃণমূল, ডিএমকে, সিপিএম সহ বিরোধী জোট ইন্ডিয়ার ২০ সদস্য। চাঁচল, কোচবিহার, হাঁসখালি, পাঁচলা, বগটুইও যান, কটাক্ষ শুভেন্দুর।
Shantipur News: ফেসবুকে ভোটসন্ত্রাস নিয়ে কবিতা পোস্ট। কবি কল্লোল সরকারকে বেধড়ক মারধর। শান্তিপুর থানায় অভিযোগ দায়ের। অভিযুক্ত তৃণমূল। অভিযোগ অস্বীকার শাসকের।
কবিতা লিখে রোষে?
Dengue: বাড়ছে প্রকোপ, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু বারুইপুরের বাসিন্দার। উত্তর ২৪ পরগনা থেকে নদিয়া, হুগলি। বাড়ছে আক্রান্তের সংখ্যা। হাওড়ায় বাড়ছে ম্যালেরিয়াও।
Firhad Hakim: আর্থিক উন্নয়ন ও নগরায়ণের কারণে শহরের থেকে গ্রামীণ এলাকায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ। আজব তত্ত্ব ফিরহাদের। জ্ঞান-বিজ্ঞানের ঊর্ধ্বে পুরমন্ত্রী, কটাক্ষ বিজেপির।
- Bad Roads: বর্ষায় বেহাল রাস্তা। কলকাতা থেকে সল্টলেক। পথের কঙ্কালসার চেহারা। বড় বড় গর্ত। উঠে গেছে পিচ। ঝুঁকি নিয়েই যাতায়াত।