Buddhadeb Bhattacharjee:'পার্টি অফিসটা ছিল মন্দিরের মতো,এখানেই পড়াশোনাও করতেন তিনি',বললেন বিমান বসু
ABP Ananda LIVE: 'ভাল যখন ছিল রোজ আসত। ঠিক ৯.৩০টায় ঢুকে যেত, তারপর বেড়োত ১২টা ১৫মিনিটে। এটাই ছিল নিয়মিত রুটিং। এর কোনও ব্যতিক্রম ছিল না। আবার বিকালবেলায় ঠিক ৪টে তে চলে আসত। আর সন্ধ্যে সাড়ে সাতটায় বেড়িয়ে যেত। মুখ্যমন্ত্রী থাকাকালীনও একই রুটিং উনি মেনে চলতেন। পার্টি অফিসটা ছিল মন্দিরের মতো, এখানে বই নিয়ে পড়াশোনাও করতেন তিনি', বললেন বিমান বসু।
প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। রাতভর পিস ওয়ার্ল্ডেই শায়িত ৩ বারের মুখ্যমন্ত্রী। সকাল ১১টায় বিধানসভা ঘুরে দেহ যাবে আলিমুদ্দিনে। কাল চক্ষুদানের পর আজ এনআরএসে হবে দেহদান। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বয়স হয়েছিল ৮০ বছর। ২০০০-২০১১, টানা ১১ বছর মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ফুসফুসের সমস্যা বা COPD-তে ভুগছিলেন। গতকাল সকাল ৮টা ২০-তে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন সকাল ১০.৩৫ মিনিটে বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ পিস ওয়ার্ল্ড থেকে বের করে শববাহী গাড়িতে তোলা হয়। এরপর নিয়ে যাওয়া হয় বিধানসভায়। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর, বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ নিয়ে যাওয়া হয়েছে সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটের মুজফ্ফর আহমেদ ভবনে। '১৯৬১ সাল থেকে পরিচয় ছিল, ওঁর অভাব বিশেষভাবে অনুভব করছি' বললেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত।