Fake Police Station: শুধু নয়ডা নয়, কলকাতাতেও প্রতারণার জাল বিভাস অধিকারীর!
ABP Ananda LIVE: শুধু নয়ডা নয়, কলকাতাতেও প্রতারণার জাল বিভাস অধিকারীর! বিভাসের নকল থানার হদিশ বেলেঘাটায়। কার্যত পুলিশের নাকের ডগায় ভুয়ো থানা খুলে প্রতারণার জাল! সাড়ে ৭৫০ মিটার দূরেই ফুলবাগান থানা, ১ কিমি দূরে বেলেঘাটা থানা। নীল-বাতি গাড়ি নিয়ে এলাকায় যাতায়াত ছিল বিভাসের, দাবি স্থানীয়দের। সঙ্গে বেঙ্গল পুলিশের গাড়িও আসত, দাবি স্থানীয়দের। রবিবার গ্রেফতার, সোমবার বেলেঘাটার নকল থানায় ঝুলছে তালা।
এসএসসির পর এবার প্রাথমিক নিয়োগ মামলাতেও উঠল 'যোগ্য-অযোগ্য' প্রসঙ্গ
এসএসসির পর এবার প্রাথমিক নিয়োগ মামলাতেও উঠল 'যোগ্য-অযোগ্য' প্রসঙ্গ। কারা 'বিশেষ সুবিধা' পেয়েছেন, কারা পাননি সেটা কীভাবে আলাদা করব? প্রশ্ন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর। আমরা কোনও 'বিশেষ সুবিধা' পায়নি বলে দাবি করেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষকদের একাংশের আইনজীবী। তখনই বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন যে কারা "বিশেষ সুবিধা" পেয়েছে আর কারা পায়নি সেটা কীভাবে আলাদা করব ? একইভাবে এসএসসি মামলা চলাকালীন বিচারপতি দেবাংশু বসাকও বারবার স্কুল সার্ভিস কমিশনকে প্রশ্ন করেছিলেন যে 'যোগ্য-অযোগ্য' আলাদা করা যাবে ? চূড়ান্ত রায়ে ডিভিশন বেঞ্চ জানিয়েছিল যে, চাল আর কাঁকড় আলাদা করা সম্ভব হচ্ছে না বলে পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিতে বাধ্য হচ্ছে ডিভিশন বেঞ্চ।



















