Gopal Dalpati: যার দিকে বিপুল দুর্নীতির নিশানা সেই গোপাল দলপতিই রহস্যজনক ভাবে উধাও! | ABP Ananda LIVE
1.'২০১৪ থেকে ২০২১ অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে সম্পর্ক ছিল'। '২০২১-এর পর তাঁর সঙ্গে কোনও সম্পর্ক নেই'। 'আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের (Artificial intelligence) যুগ, যা খুশি বানানো যায়, আরআরআর (RRR) সিনেমা দেখেননি?'। বিতর্কে (Controversy) জবাব হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee)।
2.'৬৮ হাজার ফোন এসেছে ডায়মন্ডহারবার থেকে । বাকি ৭ লক্ষ অভিযোগ জানিয়ে ফোন এসেছে বাকি জেলা থেকে । বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ এসেছে । পানীয় জল দেওয়ার কাজ দ্রুত দেওয়ার ব্যবস্থা করব । বর্ষাকালের আগে রাস্তার কাজ শেষ করার চেষ্টা করব' মন্তব্য অভিষেক বন্দোপাধ্যায়ের
3.নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) যার দিকে বিপুল দুর্নীতির নিশানা সেই গোপাল দলপতিই রহস্যজনক ভাবে উধাও! তিহাড় জেলে গিয়ে জেরার প্রস্তুতির মধ্যেই ধাক্কা খেল ইডি। ইডি সূত্রে খবর, দিল্লির ইকোনমিক অফেন্স উইংয়ের তরফে জানানো হয়েছে, প্রায় এক বছর আগেই জামিনে ছাড়া পেয়েছেন গোপাল। তারপর থেকেই তিনি বেপাত্তা! রহস্যের জট খুলতে যার ভরসায় এগোচ্ছিলেন গোয়েন্দারা ।