Hawker Eviction: জবরদখল হঠাতে এবার কোচবিহারে নামল বুলডোজার। ABP Ananda Live
ABP Ananda Live: জবরদখল হঠাতে এবার কোচবিহারে নামল বুলডোজার। কোচবিহার স্টেশন সংলগ্ন এলাকায় সরকারি জমির ওপর তৈরি বেআইনি কাঠামো ভেঙে দিল পুরসভা। এদিন কোচবিহার শহরজুড়ে চলছে দখলদার উচ্ছেদ অভিযান পুরসভার সঙ্গে আছে পুলিশের টিম। এবার হকার উচ্ছেদের তোড়জোড় শুরু আসানসোলেও। বিএনআর মোড় থেকে কোর্ট পর্যন্ত রাস্তা হবে দখলমুক্ত। অস্থায়ী দোকানদারদের উঠে যাওয়ার নির্দেশ দিল প্রশাসন। রথযাত্রা উৎসবের মধ্যে সোমবারই খুলছে পুরীর মন্দিরের রত্নভাণ্ডার। না খুললে ভাঙা হবে তালা। রত্নভাণ্ডার নিয়ে নবগঠিত কমিটির বৈঠকে সিদ্ধান্ত। বৈদুর্যমণি, নীলকণ্ঠমণি-সহ একাধিক মূল্যবান রত্ন রয়েছে জগন্নাথধামের ভাণ্ডারে, দাবি পাণ্ডাদের। আগামীকাল রথযাত্রা। সেজে উঠেছে জগন্নাথ ধাম। প্রথম নবযৌবন বেশ, নেত্র উৎসব, সব একদিনে পড়েছে। প্রতিবার রথযাত্রার আগের দিন নব যৌবন বেশে সজ্জিত হন বলরাম, সুভদ্রা ও জগন্নাথদেব। এই বছর প্রথম নবযৌবন বেশ, নেত্র উৎসব, রথযাত্রা সব একদিনে হচ্ছে। ফলে রথযাত্রা শুরু হতে বিকেল হয়ে যাবে। তাই সোমবার ফের রথযাত্রা।