Bratya On Holi 2025: ধ্বংসাত্মক রাজনীতি ভুলে শান্তির উদযাপনে সামিল হোক, আহ্বান শিক্ষামন্ত্রীর
ABP Ananda LIVE: নিজের বিধানসভা এলাকায় দোল খেললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আবিরে রঙিন হওয়ার পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে আয়োজিত বসন্ত উৎসবেও সামিল হন তৃণমূল বিধায়ক। ধ্বংসাত্মক রাজনীতি ভুলে শান্তির উদযাপনে সামিল হোক সবাই, এই আহ্বান শোনা গেল শিক্ষামন্ত্রীর গলায়।
সোনাঝুরিতে দোলে কেন বাধা নেই, পুলিশ অভয় দিতেই ভিড়
সোনাঝুরিতে দোলে কেন বাধা নেই পুলিশ অভয় দিতেই ভিড়। নিজেদের মধ্যে দোল খেলতে ব্যাস্থ সবাই। শান্তিনিকেতনের যে কোন জায়গায় সাধারণ মানুষ দোল খেলতে পারেন কোন বাধা নেই। কোনও নিষেধাজ্ঞা নেই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ সকাল থেকে ভিড় করেছে সোনাঝুড়িতে। বন দফতর সোনাঝুরিতে দোল বন্ধের নির্দেশ দেওয়ার পরেই শুরু হয় বিতর্ক। পুলিশ পরিকল্পনা করে সোনাঝুরিতে বসন্ত উৎসব বন্ধ করে দিচ্ছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা।তারপরেই অতিরিক্ত পুলিশ সুপার , বোলপুর, রানা মুখোপাধ্যায় জানান, সোনাঝুরিতে দোলে কোনও বাধা নেই।


















