এক্সপ্লোর
Mahesh Rath: উল্টো রথকে কেন্দ্র করে মাহেশে উত্তেজনা, বেআইনি কুপন কাটার অভিযোগ
উল্টো রথকে কেন্দ্র করে মাহেশে উত্তেজনা। পুণ্যার্থীদের অভিযোগ,এবার ২০ টাকার কুপন কেটে পুজো দিতে হচ্ছে। এভাবে টাকা নেওয়া বেআইনি। মন্দির কমিটির দাবি, ১১ লক্ষ টাকা দিয়ে পুজোর ডাক নেওয়ায়, এবার কুপনের মাধ্যমে চাঁদা তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনিয়ে উত্তেজনা ছড়ায়।পুজোর জন্য কুপন বিক্রি বেআইনি বলে দাবি করেছেন শ্রীরামপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু গঙ্গোপাধ্যায়।
আরও দেখুন






















