HS 2022 Revised Schedule: ৫ এপ্রিল ভোকেশনাল পরীক্ষার পরে ফের ১৬ এপ্রিল পরীক্ষা, বদল সূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর | Bangla News
আজ উচ্চ মাধ্যমিকের সূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, "২ এপ্রিল প্রথম ভাষার পরীক্ষা, ৪ এপ্রিল দ্বিতীয় ভাষার পরীক্ষা। ৫ এপ্রিল ভোকেশনাল বিষয়ের পরীক্ষা, তারপরে ১৬ এপ্রিল পরীক্ষা। ৫ এপ্রিলের পরে ১৫ এপ্রিল পর্যন্ত কোনও পরীক্ষা হবে না। ১৬ এপ্রিল শনিবারও উচ্চমাধ্যমিকের (Higher Secondary) পরীক্ষা হবে। ২১ এপ্রিল উচ্চমাধ্যমিকের কোনও পরীক্ষা হবে না। জয়েন্টের জন্য ২১ এপ্রিল উচ্চমাধ্যমিকের পরীক্ষা হবে না। ২৪, ২৫ এপ্রিল জেইই-মেনের জন্য উচ্চমাধ্যমিকের পরীক্ষা হবে না। ১৬ এপ্রিল অঙ্ক, ২৬ এপ্রিল কেমিস্ট্রি, ২৭ বায়োলজিক্যাল সায়েন্সের পরীক্ষা। ১৮ এপ্রিল অর্থনীতির পরীক্ষা, ১৯ এপ্রিল কম্পিউটার সায়েন্সের পরীক্ষা। ২০ এপ্রিল কমার্শিয়াল ল’-এর পরীক্ষা, ২২ এপ্রিল ফিজিক্সের পরীক্ষা। ২৩ এপ্রিল স্ট্যাটিস্টিক্সের পরীক্ষা। ৩০ এপ্রিল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স হবে। ২ এপ্রিল শুরু উচ্চমাধ্যমিক, ২৭ এপ্রিল শেষ পরীক্ষা। উপনির্বাচনের জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি বদল।