Abhijit Ganguly: মা মাটি মানুষের সরকার এই তদন্ত আটকাতে কত টাকা আদালতে খরচ করেছে আমি জানতে চাই: অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। ABP Ananda Live
West Bengal News: 'সাধারণ মানুষ হিসেবে বলছি, যদিও এখন অসাধারণ পদে আছি। এই পদে আসার আগে তো পাইলট কার ছিল না, হেঁটেই বেরাতাম। মা মাটি মানুষের সরকার এই তদন্ত আটকাতে কত টাকা আদালতে খরচ করেছে আমি জানতে চাই। পরিকল্পনা না করলে এভাবে আক্রমণ করা যায় না-- নিশ্চয়ই তদন্তে উঠে আসবে। আমি মনে করি, সময় এসে গিয়েছে এই স্টেটে কনস্টিটিউশাল মেশিনারি ভেঙে পড়েছে। যাঁর কাছে গিয়েছিল ইডি, আশা করব ১২ ঘণ্টার মধ্যে ইডির কাছে হাজিরা দেবেন---আমার আশা এটা। বাড়িতে শেহ শাহাজাহানকে পাওয়া যায়নি, এতই সাহসী যে ইডির ভয়ে কোথায় চলে গিয়েছিলেন। সংবাদ মাধ্যম দুর্নীতির বিরুদ্ধে গলা খুলে কথা বলছে। আদালতের মামলার মাধ্যমে যতটা প্রকাশ্যে এসেছ তার থেকেও বেশি এসেছে সংবাদ মাধ্যমের জন্এভাবে মনোবল ভেঙে দেওয়া যায় না...এতে মনোবল বাড়ে। আমার মনে হয় কিছু হবে না, তাঁরা যথেষ্ট পোড় খাওয়া অফিসার, তাঁদের মন ভাঙা যাবে না । পশ্চিমবঙ্গের নাম জুবেছে এটা ঘটনায়। কোন দল আমি জানি না। যাঁদের লেলিয়ে দেওয়া হল তাঁরা ভারতের নাগরিক তো?। নৌকা করে আসেনি তো? তদন্ত হলে পুরো সত্য সামনে আসবে।', ইডি আধিকারিকদের দেখতে এসে বললেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Abhijit Ganguly)। ABP Ananda Live