IIM Joka: ক্যাম্পাসিংয়ের নাম করে ডেকে নির্যাতনের অভিযোগ ! অভিযুক্তকে গ্রেফতার হরিদেবপুর পুলিশের
ABP Ananda LIVE : ABP Ananda LIVE : ভয়ঙ্কর, গা শিউরে ওঠা। আবারও ধর্ষণের অভিযোগ। আবারও সেই কলকাতা। আরজি কর কাণ্ডের পর ১ বছরও কাটেনি। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। সাউথ ক্যালকাটা ল’ কলেজের ঘটনার পর এক মাসও ঘুরল না। এবার IIM জোকার বয়েজ হস্টেলে ধর্ষণের ভয়ানক অভিযোগ।সাউথ ক্যালকাটা ল’ কলেজের পর এবার IIM জোকার বয়েজ হস্টেলে ধর্ষণের অভিযোগ।দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়া।ওই পড়ুয়াকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ ।নির্যাতিতার অভিযোগ, ক্যাম্পাসিংয়ের নাম করে তাঁকে ডাকা হয়েছিল।অন্য কাজে দরকার আছে বলে তাঁকে বয়েজ হস্টেলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।
বিয়ে বিতর্কের পরে এবার কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ের ইউনিয়ন রুমের ভিতরে মাসাজ নেওয়ার ভিডিও ভাইরাল হল। ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনায় সরব হয়েছে DYFI, ABVP। ইউনিয়ন রুমে এই কাণ্ডের কথা জানা নেই বলে সাফাই দিয়েছে TMCP। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী।



















