Illegal Arms: আসানসোল লোকসভা উপনির্বাচনের আগেই বেআইনি অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার ৩ । Bangla News
আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে বেআইনি অস্ত্র কারখানার হদিশ। গোপন সূত্রে খবর পেয়ে সালানপুরে চিতলডাঙা সালানপুরে হানা রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের। চিত্তরঞ্জনের বাসিন্দা দীনেশ চৌধুরির থেকে বাড়ি ভাড়া নিয়েছিল বিহারের মুঙ্গেরের কয়েকজন। তারাই এখানে অসম্পূর্ণ অস্ত্র তৈরী করে মুঙ্গেরে পাঠাত বলে অভিযোগ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজকুমার চৌধুরি, প্রবীন কুমার ও মহঃ ইকবাল নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তিনজনই মুঙ্গেরের বাসিন্দা। বাড়ির মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ। উদ্ধার ১২টি অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জাম এবং লেদ মেশিনও। তিন চারদিন ধরে ঐ কারখানার কাজ শুরু করেছিলো দুষ্কৃতীরা, পুলিশ সূত্রে খবর।
![Bratya Basu: ২৬-এর বিধানসভা ভোটের আগে WEBCUPA-কে আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন ব্রাত্য় বসু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/cd41caea01100deb07fb425405aaa4471739775233238967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Birbhum News: অনুব্রত-কাজল গোষ্ঠীর লড়াই অব্যাহত, বীরভূম নিয়ে চিন্তা বাড়ছে শীর্ষ নেতৃত্বের?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/21735fb10d6f11d67571c65e2ab271481739774166907967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Canning News: জীবনতলা কার্তুজকাণ্ডে গ্রেফতার অস্ত্রের দোকানের আরও এক কর্মী। ধৃতের সংখ্যা বেড়ে ৬](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/8459fb7d59170effd0c425a0dd20dc761739773593589967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![TMC News: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক বাজিয়ে সভা, প্রশাসনকে বুড়ো আঙুল TMC বিধায়কের?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/47875630069aecfa99ceb1ea14d858de1739772011264967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: বাগুইহাটির ঘটনায় অভিযুক্ত কাউন্সিলারের জামিন, কী বললেন আক্রান্ত প্রোমোটার?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/a6550c5594235b97ad86320b6fdb8fc61739769609214967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)