Mamata Banerjee: লোকসভায় তৃণমূলের দলনেতা ফের সুদীপই, ডেপুটি লিডার কাকলি, সিদ্ধান্ত হল কালীঘাটে
ABP Ananda LIVE: লোকসভায় তৃণমূলের দলনেতা ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়ই। লোকসভা নির্বাচনে আবারও উত্তর কলকাতা থেকে জয়ী হয়েছেন সুদীপ। তাঁকেই পুরনো দায়িত্বে বহাল রাখলেন দলনেত্রী মমতা। তৃণমূলের দলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন নিযুক্ত হলেন মমতা-ই। শনিবার কালীঘাটে তৃণমূলের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। (Mamata Banerjee) এদিন ডায়মন্ড হারবারে রেকর্ড ভোটে জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন মমতা। বহরমপুরে অধীররঞ্জন চৌধুরীকে হারানো ইউসুফ পাঠানকে 'জায়ান্ট কিলার' বলে উল্লেখ করেন তিনি।লোকসভার ডেপুটি লিডার- কাকলি ঘোষ দস্তিদার । রাজ্যসভায় দলের নেতা ডেরেক ও'ব্রায়েন । রাজ্যসভার ডেপুটি লিডার সাগরিকা ঘোষ
লোকসভা নির্বাচনের নব নির্বাচিত সাংসদ, নেতা-নেত্রীদের নিয়ে এদিন কালীঘাটে বৈঠক করেন মমতা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই মুহূর্তে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তৃণমূল সংসদে তৃতীয় বৃহত্তম দল। তাদের মোট ৪২ জন সাংসদ রয়েছেন এই মুহূর্তে, যার মধ্যে ৩৮ শতাংশই মহিলা সাংসদ। (Lok Sabha Elections 2024)