Jadavpur News:বিকেলই ফুরোচ্ছে ছাত্রদের দেওয়া ডেডলাইন,হাসপাতালে ভর্তি হলেন যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আজ বিকেল ৪টেয় ফুরোচ্ছে ছাত্রদের দেওয়া ডেডলাইন । তাই আগেই হাসপাতালে ভর্তি হলেন যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত
ওয়েবকুপার বার্ষিক সভাকে কেন্দ্র করে অশান্তির পর কেটে গেছে চারটে দিন। ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত অসুস্থ, বিশ্ববিদ্যালয়ে আসছেন না। এই আবহেই উপাচার্যকে সময়সীমা বেঁধে দিলেন আন্দোলনরত পড়ুয়ারা। তাঁদের সঙ্গে কথা না বললে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে নাম BJP নেতা অরুণ হাজরার। তাঁকে নিয়ে আদালতে বিস্ফোরক নথি পেশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI. তাঁর দাবি দাবি, ২০২২ সালে অরুণের নিজের হাতে লেখা চুক্তিপত্র পাওয়া গিয়েছে, যেখানে উল্লেখ রয়েছে, বিভিন্ন পদে নিয়োগের জন্য সুজয়কৃষ্ণ ভদ্রকে তিনি ৭৮ কোটি টাকা দিয়েছিলেন। এর মধ্যে ৪৫ কোটি টাকার কাজ করে ফেরত দিয়েছেন সুজয়কৃষ্ণ। বাকি টাকা সম্পত্তি বিক্রি করে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি বলেও লেখা আছে ১০টি স্ট্যাম্প পেপারে।

















