Lake Kalibari: ১৫তম বর্ষে দক্ষিণ কলকাতার লেক কালীবাড়ির জগদ্ধাত্রী পুজো | ABP Ananda LIVE
ABP Ananda Live: চন্দননগরে ৫ দিন ধরে ধূমধাম করে জগদ্ধাত্রী পুজো হলেও কলকাতায় এবং অন্যান্য অধিকাংশ জায়গায় একদিনেই দেবীর আরাধন হয়। তাই নবমীর দিন সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে। দক্ষিণ কলকাতার লেক কালীবাড়ির জগদ্ধাত্রী পুজো এবারে ১৫ বছরে পড়ল। একদিনেই হল সপ্তমী, অষ্টমী, নবমীর পুজো।
আরও খবর..
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্যমৃত্যু। উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে ওই অধ্যাপকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। উত্তরাখণ্ডের হোটেলের বন্ধ ঘর থেকে অধ্যাপক মৈনাক পালের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে।হোটেলের ঘরের দরজা ভেঙে অধ্যাপকের দেহ উদ্ধার করেছে পুলিশ। র
জানা গিয়েছে, ২ বন্ধুদের সঙ্গে আলমোড়া গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপক। গতকালই ফেরার কথা ছিল। ফেরার সময় হোটেলে মৃত্যু হয় তাঁর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য জানিয়েছেন,' খবর পেয়েছি, দুঃখজনক ঘটনা।' উত্তরাখণ্ডে ঘুরতে গিয়ে, ফিরে না আসার বহু ঘটনাই ঘটেছে। কিন্তু সেগুলি অধিকাংশই দুর্ঘটনা। কখনও বাস পড়ে গিয়ে, কখনও ট্রেকিং করতে গিয়ে, মানুষ আর ফেরেনি। কিন্তু এক্ষেত্রে ঠিক কী কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপকের মৃত্যু হয়েছে, তা জানা যায়নি।