Jagdeep Dhankhar: পশ্চিমবঙ্গের রাজ্য়পাল থাকার সময় TMC সরকারের সঙ্গে সংঘাত হয়েছিল ধনকড়ের
ABP Ananda LIVE : উপরাষ্ট্রপতি হওয়ার আগে পশ্চিমবঙ্গের রাজ্য়পাল ছিলেন জগদীপ ধনকড়। সেইসময় বারবার নানা ইস্য়ুতে রাজভবনের সঙ্গে সংঘাত তৈরি হয়েছিল তৃণমূল সরকারের। দফায় দফায় বাগযুদ্ধে জড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়। একদিকে যেমন তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন "হি ইজ করাপটেড ম্যান, ফুললি করাপশন।" অন্যদিকে ধনকড় বলেছিলেন "আমার জন্য এটা খুব সমস্যার হয়, যখন কেউ বলেন, পশ্চিমবঙ্গ গণতন্ত্রের গ্যাস চেম্বারে পরিণত হয়েছে।" যদিও, রাজ্য়পাল হিসাবে জগদীপ ধনকড়ের সঙ্গে তৃণমূলের তিক্ততা থাকলেও, তিনি যখন উপ রাষ্ট্রপতির ভোটে দাঁড়িয়েছিলেন, তখন তাঁর বিরুদ্ধে ভোট দেয়নি তৃণমূল।
মেয়াদ শেষ হওয়ার ২ বছর আগেই উপরাষ্ট্রপতি থেকে পদত্য়াগ করলেন জগদীপ ধনকড়। জগদীপ ধনকড়ের পদত্য়াগ ঘিরে জাতীয় রাজনীতিতে যখন বিতর্ক তুঙ্গে, তখন সেই ইস্য়ুতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বললেন 'উনি(জগদীপ ধনকড়) স্বাস্থ্যবান মানুষ। আমার মনে হয়, উনি (জগদীপ ধনকড়) একদম সুস্থ আছেন।'। অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বললেন, 'TMC- যে সবসময় উল্টো কথা বলে এটাই মানুষ জানে। এখন একটা সোজা কথা বললেন। ভাল লাগল শুনে।' ২০২২ সালে জগদীপ ধনকড়কে যখন উপরাষ্ট্রপতি হিসেবে প্রার্থী করে NDA তখন সংসদে ভোটাভুটি থেকে বিরত ছিল তৃণমূল কংগ্রেস। সেই নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। তিন বছর পর উপরাষ্ট্রপতি পদ থেকে ধনকড়ের পদত্য়াগের পরও জারি রইল বিতর্ক।

















