DEV: 'এধরনের নিন্দনীয়, জঘন্য ঘটনায় শ্যুট অ্যাট সাইট করে দাও','এনকাউন্টার' দাওয়াই দেবের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ফের রাজ্যে ধর্ষণ-খুনের অভিযোগ, 'এনকাউন্টার' দাওয়াই দেবের । 'এধরনের নিন্দনীয়, জঘন্য ঘটনায় শ্যুট অ্যাট সাইট করে দাও' । এধরনের ঘটনা যেই করুক, ধরা পড়লে বাঁচিয়ে রেখে সরকারি টাকা খরচ করে লাভ নেই' । 'আমি জানি, একজন জনপ্রতিনিধি হয়ে আমার একথা বলা উচিত নয়' । 'কিন্তু, আইন কঠোর হলেও আমরা আমাদের মা-বোনেদের বাঁচাতে পারছি না' । 'এটা সত্যিই আমাদের ভাবার বিষয়, আমাদের জেগে উঠতে হবে' । 'মানুষের মধ্যে ভয় না থাকলে এধরনের ঘটনা আটকানো যাবে না' । 'এমন কিছু করতে হবে যাতে কুকর্ম তো দূরের কথা, ভাবতেও যেন ভয় পায়' । ধর্ষণ-খুন রুখতে এবার এনকাউন্টারের দাওয়াই তৃণমূল সাংসদ দেবের
আরও খবর..
জয়নগরকাণ্ডে মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি বিরোধী দলনেতার। 'আর জি করের দুর্ভাগ্যজনক ঘটনা থেকে কোনও শিক্ষা নেয়নি রাজ্য সরকার। পুলিশের কর্তব্যে গাফিলতির কারণেই শিশুটিকে প্রাণ দিতে হল। রাজ্যে মহিলারা কতটা সুরক্ষিত প্রশাসন ও পুলিশকর্তারা সবসময় ব্যাখ্যা দিতে ব্যস্ত থাকেন। মহিলাদের সুরক্ষার কথা উঠলেই সিসিটিভি বসানোর কথা বলেন। কিন্তু বাস্তবে প্রয়োজনের সময় সিসিটিভি-তে কোনও নজরদারি হয় না। কোনও ঘটনা ঘটলে সর্বশক্তি প্রয়োগ করে সেটাকে চাপা দিতে তৎপর হয় পুলিশ', সোশাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
অপহরণ করে স্কুল ছাত্রীকে ধর্ষণ খুনের অভিযোগ। আর, তাকে ঘিরে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে শনিবার সকালে এভাবেই কার্যত রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ ২৪ পরগনার কুলতলি। ফাঁড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। লাঠি নিয়ে তাড়া করা হয় বারুইপুরের SDPO-কে ।