Kalipuja 2024: কামাখ্যা মন্দিরে মায়ের সাড়ম্বর আরাধনা, সারা দেশ থেকে আসা ভক্তদের সমাগম | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: অসমের গুয়াহাটির কামাখ্যা মন্দিরে প্রতিবারের মতো এবারও মায়ের সাড়ম্বর আরাধনা। নীলাচল পাহাড়ের কোলে ব্রহ্মপুত্রের তীরে এই মন্দিরকে ঘিরে রয়েছে নানা কাহিনী। শ্রেষ্ঠ সতীপীঠ হিসেবে পরিচিত কামাখ্যা। একান্ন পীঠের অন্যতম কামাখ্যায় মায়ের যোনি পড়েছিল বলে কথিত। সারা দেশ থেকে ভক্তরা এই মন্দিরে আসেন। এদিন দেবী মাকে মহাস্নান করিয়ে, ষোড়শপচারে ভোগ নিবেদন করা হয়। এরপর মহা বলিদান। মাছ ভোগ ও বলিদানের মহপ্রসাদ ভোগও নিবেদন করা হয় মাকে। সকালে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। এখানে শুধু দর্শন নয়, মাকে স্পর্শ করে পুণ্যলাভ করতে আসেন ভক্তরা। কথিত আছে, এখানে না এলে তন্ত্রসাধনা সম্পূর্ণ হয় না।
আরও খবর..
কালীপুজোর দিন ভোরে জলপাইগুড়ির মালবাজারে জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল এক অন্তঃসত্ত্বা-সহ ৩ জনের। মৃতদের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলার বোনও আছেন। আজ ভোররাতে মালবাজারে সাতখাইয়া মোড়ে ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগান থেকে চালসা হয়ে মালবাজারের দিকে যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা মহিলা, তাঁর বোন, আত্মীয়-সহ ৫ জন। উল্টোদিক থেকে আসা গাড়ির সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অন্তঃসত্ত্বা ও তাঁর বোনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় গাড়ির চালককে। ২ জন আহত হওয়ায় তাঁদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক গাড়ির চালকের সন্ধান চালাচ্ছে মালবাজার থানার পুলিশ।
অ্যান্টনি কবিয়াল। তাঁর নামেই সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিখ্যাত কালী মন্দির, ফিরিঙ্গি কালীবাড়ি। এই মন্দির ঘিরেও নানা কিংবদন্তি। কথিত আছে, মামার বাড়িতে এলে একচালার মন্দিরে গিয়ে মাকে গান শোনাতেন অ্যান্টনি কবিয়াল। মহামায়ার স্বপ্নাদেশ পেয়ে নিজে হাতে গড়েন মা সিদ্ধেশ্বরীকে। সেই থেকে ঐতিহ্য মেনে ফিরিঙ্গি কালীবাড়িতে পূজিত হন মা। যদিও মন্দির কর্তৃপক্ষের মতে, বাঙালি মেয়েকে বিয়ে করার পর অ্যান্টনি হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হন। সেইসময় এখানে শিবের উপাসনা হত। সেখানেই মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করেন অ্যান্টনি কবিয়াল।