Kalipuja 2024: নৈহাটির বড় কালী সমিতি ট্রাস্টের কালীপুজোয় বড়মার পুজো, আজ বিশেষ আরতি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: নৈহাটির বড় কালী সমিতি ট্রাস্টের কালীপুজোয় বড়মার পুজো বলে পরিচিত। বিশালাকার প্রতিমার উচ্চতা ২২ ফুট। ১০০ কেজি সোনা ও ২০০ কেজি রুপোর অলঙ্কারে সজ্জিতা ঘন কৃষ্ণবর্ণ কালী প্রতিমা। মায়ের কাছে কিছু চাইলে মনস্কামনা পূর্ণ হয়। এই আশায় কালীপুজোর দিন হাজারো মানুষের ভিড়।
আরও খবর..
চারশো বছরেরও বেশি পুরনো পূর্ব বর্ধমানের কাটোয়ার খেপা কালীতলার পুজো, যা খেপি মায়ের পুজো বলেই পরিচিত। ৫ কেজি সোনা আর চার কেজি রুপোর গয়নায় সাজানো হয় মাকে। কথিত আছে, আগে এই এলাকায় ঘন জঙ্গল ছিল। দস্যুরা মা কালীর পুজো করে ডাকাতি করতে যেত। ডাকাতদের শুরু করা পুজোই কালে কালে সর্বজনীন রূপ নিয়েছে। একসময় ডাকাতির ভয়ে গয়না লুকিয়ে রাখতেন গৃহস্থরা। এখন ডাকাত-কালীর গয়নার পাহারায় থাকে পুলিশ। কালীপুজো উপলক্ষ্যে সকাল থেকে লম্বা লাইন কাটোয়ার খেপি মায়ের মন্দিরে।
সরকারি হাসপাতালের চিকিৎসকরা বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম বা চিকিৎসা কেন্দ্রের সঙ্গে যুক্ত থাকলে, তাঁদের রাজ্য সরকারের কাছ থেকে ‘নো অবজেকশন’ সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক। এই নিয়ম ঠিকঠাক মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করার জন্য উত্তর ২৪ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। নির্দেশিকায় ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের বিশেষ ধারাও উল্লেখ করা হয়েছে। এই ধারা মোতাবেক সরকারি চিকিৎসকরা বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম বা চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করছেন কি না, তাঁদের কাছে রাজ্য সরকারের ‘নো অবজেকশন’ সার্টিফিকেট রয়েছে কি না, তা নিশ্চিত করতে বলা হয়েছে উত্তর ২৪ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে।