Kanchanjungha Express Accident: দুর্ঘটনার জেরে হোঁচট উত্তরবঙ্গের ট্রেন চলাচলে! বাতিল একাধিক ট্রেন। ABP Ananda Live
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। প্রভাব পড়েছে উত্তরবঙ্গে রেল পরিষেবায়। মালদা টাউন স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল কলকাতা থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস। উত্তরবঙ্গের ৫টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, বানারহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস, ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস, কামাখ্যা-গয়া এক্সপ্রেস ও গুয়াহাটি-ব্যাঙ্গালোর এক্সপ্রেস। বাতিল করা হয়েছে আপ ও ডাউন নিউ জলপাইগুড়ি-মালদা টাউন প্যাসেঞ্জার ট্রেন, নিউ জলপাইগুড়ি-মালদা টাউন এক্সপ্রেস।
কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় ৮ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৩০ জন। রেলের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন। শিয়ালদা স্টেশনের হেল্পলাইন নম্বরগুলি হল
033-23508794, 033-23833326.
হাওড়া স্টেশনের হেল্পলাইন নম্বর 033-26413660,
033-26402242, 03326402243.
উত্তর দিনাজপুরের আলুয়াবাড়ি রোড স্টেশনের ইমার্জেন্সি নম্বর 8170034235,
ডালখোলা স্টেশনের ইমার্জেন্সি নম্বর 8170034228.
কিষাণগঞ্জ স্টেশনের ইমার্জেন্সি নম্বর 7542028020, 06456-226795
অসমের গুয়াহাটি স্টেশনের হেল্পলাইন নম্বর 03612731621,
03612731622, 03612731623.
নিউ বঙ্গাইগাঁও স্টেশনের হেল্পলাইন নম্বর 9435021417,
9287998179