Kanchanjungha Train Accident: ফাঁসিদেওয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি একাধিক
শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। রেলের দেওয়া তালিকা অনুযায়ী, ৮ জনের মৃত্যু হয়েছে। একজনের দেহাংশ উদ্ধার হয়েছে। ৫০ জন আহত, এদের মধ্যে ৪১ জন হাসপাতালে ভর্তি। ৬ জনের আঘাত গুরুতর। জখমদের ভর্তি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। বাকি যাত্রীদের উদ্ধারের জন্য রেসকিউ ট্রেন পৌঁছেছে। দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলি বাদ দিয়ে বাকি ট্রেন শিয়ালদহের দিকে যাচ্ছে। (Kanchenjunga Express Train Accident)
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। প্রভাব পড়েছে উত্তরবঙ্গে রেল পরিষেবায়। মালদা টাউন স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল কলকাতা থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস।
উত্তরবঙ্গের ৫টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।
এর মধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস,
গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, বানারহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস, ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস, কামাখ্যা-গয়া এক্সপ্রেস ও গুয়াহাটি-ব্যাঙ্গালোর এক্সপ্রেস।
বাতিল করা হয়েছে আপ ও ডাউন নিউ জলপাইগুড়ি-মালদা টাউন প্যাসেঞ্জার ট্রেন, নিউ জলপাইগুড়ি-মালদা টাউন এক্সপ্রেস