Mamata Banerjee: করুণাময়ীর সেন্ট্রাল পার্কই বইমেলার স্থায়ী জায়গা, কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনে এসে জানালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়
Kolkata Book Fair 2024: ঘোষণা মতোই বৃহস্পতিবার সূচনা হল ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার (Kolkata International Bookfair)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ২০২৪ সালের বইমেলার উদ্বোধন করলেন। শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম (Firhad Hakim), দোলা সেনরাও (Dola Sen) উপস্থিত ছিলেন সেখানে। এদিন মুখ্যমন্ত্রী জানান, করুণাময়ীর সেন্ট্রাল পার্কই বইমেলার স্থায়ী জায়গা বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। কথোপকথনের মাঝে বইমেলা নিয়ে লেখা নিজের একটি কবিতাও এদিন পাঠ করে শোনান তিনি। (Kolkata International Book Fair 2024)। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ১৯৯৫ সাল থেকে তাঁর বই প্রকাশিত হয়ে আসছ। প্রথম বই ছিল 'উপলব্ধি', যা প্রকাশিত হয়েছিল 'দেশ' থেকে। এখনও পর্যন্ত নয় নয় করে করে তাঁর লেখা ১৩৬টি বই বেরিয়ে গিয়েছে। এবছরের বইমেলা ধরলে বইয়ের সংখ্যা হবে ১৪৩। আগামী বছর সেই সংখ্যাকে ১৫০-এ নিয়ে যাবেন বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, রাস্তায় যেতে যেতেও লিখতে ভাল লাগে তাঁর। কিন্তু লেখার জন্য তেমন সময় পান না। তিনি বলতেন, অন্য কেউ যদি লিখে নিতেন, তাহলে আরও বই হতো। বইমেলা নিয়ে লেখা তাঁর কবিতাটি অনেক আগে লেখা বলেও জানান। ABP Ananda Live