Khidirpur News: পুড়ে খাক হয়ে গেল প্রায় তেরশো দোকান! দমকলের বিরুদ্ধে উঠল দেরিতে আসার অভিযোগ
ABP Ananda Live: এক রাতেই পুড়ে খাক হয়ে গেল প্রায় তেরশো দোকান! দমকলের বিরুদ্ধে উঠল দেরিতে আসার অভিযোগ। রবিবার রাত একটা নাগাদ খিদিরপুরের অরফ্যানগঞ্জ বাজারে ভয়াবহ আগুন লাগে। স্থানীয়দের দাবি, দমকল এসেছে প্রায় ২ ঘণ্টা পর। এমনকী ফোনও তোলেনি ওয়াটগঞ্জ থানা। কেউ কেউ আবার বলছেন 'প্ল্যানিং' করে আগুন লাগানো হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে ক্ষতিপূরণ ঘোষণার পরও আশ্বস্ত হলেন না ব্যবসায়ীরা। কেউ বললেন 'টাকা দিচ্ছেন নাকি ভিক্ষা দিচ্ছেন?' আবার কেউ অস্থায়ী দোকান নিয়ে ক্ষোভ উগরে দিলেন। নতুন করে মার্কেট তৈরির জন্য আপাতত অন্যত্র বাজার সরানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু ব্যবসায়ীরা জায়গা ছাড়তে নারাজ।
আজ খেকে শুরু হচ্ছে SSC-র নতুন পরীক্ষার ফর্ম ফিল আপ। আর আজই নতুন পরীক্ষা না দিতে চেয়ে ফের পথে নামলেন চাকরিহারারা। আজ সুবোধ মল্লিক স্কোয়ারে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন প্রাক্তন আমলা জহর সরকার।


















