Metro News :গতকাল দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল নিউ গড়িয়া মেট্রো স্টেশনে পরিষেবা
ABP Ananda live: গঠনগত কারণে একের পর এক পিলারে ফাটল। গতকাল দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল নিউ গড়িয়া মেট্রো স্টেশনে পরিষেবা। এখন দক্ষিণেশ্বর থেকে ব্রিজি মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে। ২০১০-এর অক্টোবরে তৈরি হয় নিউ গড়িয়া মেট্রো স্টেশন। এর মধ্যেই প্ল্যাটফর্মের একাধিক পিলারে ফাটল ধরেছে। সারাতে কতদিন সময় লাগবে জানাতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেলের দাবি, ওভারগ্রাউন্ড স্টেশন ও অতিরিক্ত বৃষ্টির জেরেই এই ফাটল দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, ১৫ বছরের মধ্য়েই কেন সমস্যা দেখা দিল? প্রতিদিন যে স্টেশনে এত মানুষের যাতায়াত, সেখানে পরিকাঠামোয় কীভাবে এমন ত্রুটি? প্রশ্নের মুখে মেট্রো রেলের পরিকাঠামো রক্ষণাবেক্ষণ।
দার্জিলিংয়ে বড় দুর্যোগ, ফুঁসছে তিস্তা, বিপদসীমার উপরে জল, বন্ধ কালিম্পংয়ের রাস্তা
বাংলাজুড়ে চলছে প্রবল দুর্যোগ। উত্তর থেকে দক্ষিণ , তুমুল বৃ্ষ্টিতে ভিজছে জেলা থেকে জেলা। টানা বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা। বিপদের মুখে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাও। একটানা ভারী বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে পাহাড়ি নদী তিস্তা। বিপদসীমার ওপর দিয়ে বইছে জল।খরস্রোতা তিস্তা জলে ভেসেছে সড়ক। আলগা হচ্ছে পাহাড়ের মাটি। টানা বৃষ্টির জেরে প্রতি মুহূর্তে ধস নামার আশঙ্কা। ফুঁসছে নদী। কালিম্পং-দার্জিলিং সড়ক এখন যোগাযোগ বিচ্ছিন্ন। রবিঝোরা ও ২৯ মাইল এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে তিস্তার জল। তিস্তা ব্রিজের কাছে কালিম্পং-দার্জিলিং সংযোগকারী রাস্তা পুরোপুরি জলের তলায়। সোমবার রাত থেকেই ওই সমস্ত রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প রাস্তায় যাওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।


















