Kolkata Fire: 'কলকাতায় মানুষ মরছে, আর মুখ্যমন্ত্রী দিঘায় উৎসব পালন করছেন', কটাক্ষ শুভেন্দুর
ABP Ananda LIVE: বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ঘটনাস্থলে শুভেন্দু অধিকারী। সঠিক সময়ে দমকল এলে এত মানুষের প্রাণ যেত না' । 'কলকাতায় মানুষ মরছে, আর মুখ্যমন্ত্রী দিঘায় উৎসব পালন করছে' । দমকলমন্ত্রী থেকে মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা বিরোধী দলনেতার' । এখানকার জোড়াসাঁকো থানার পুলিশ বেআইনি কাজের সঙ্গে যুক্ত' । ২০১১ সালের পর থেকে কলকাতা জতুগৃহে পরিণত হয়েছে' । কোনও ভ্রুক্ষেপ নেই রাজ্য সরকারের'
জামিন পেলেও চিন্ময়কৃষ্ণ দাসকে জেলে রাখতে মরিয়া বাংলাদেশ। সন্ন্যাসীর জামিনের বিরোধিতায় আদালতে আবেদন ইউনূস সরকারের। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর। চিন্ময়কৃষ্ণের জামিনে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন। গতকাল ৫ মাস জেলবন্দি থাকার পর গতকাল জামিন পান চিন্ময়কৃষ্ণ দাস। জামিন পেলেও সন্ন্যাসীর জেলমুক্তি রুখতে মরিয়া ইউনূস সরকার।
পহেলগাঁও গণহত্যায় গোয়েন্দাদের হাতে নতুন তথ্য। 'হামলার এক সপ্তাহ আগেই পহেলগাঁওয়ে ঢুকে পড়েছিল জঙ্গিরা। ১৫ এপ্রিল পহেলগাঁও পৌঁছে একাধিক জায়গায় রেকি জঙ্গিদের। জঙ্গিরা সবার প্রথমে রেকির জন্য় আরু উপত্য়কায় গেছিল। নিরাপত্তাবাহিনীর ক্যাম্প থাকায় হামলা চালানোর পরিকল্পনা বাতিল। একটি অ্যামিউজমেন্ট পার্কেও রেকি করে জঙ্গিরা। ভিড় কম থাকায় হামলার ছক বাতিল জঙ্গিদের। এরপর বেতাব উপত্যকায় যায় জঙ্গিরা। কড়া নিরাপত্তা থাকায় বেতাব উপত্যকাতেও হামলার ছক বাতিল', শেষ অবধি বৈসরন উপত্যকায় হামলা, গোয়েন্দাদের হাতে নতুন তথ্য।



















