![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kolkata News: মুখ্যমন্ত্রীর ভাইয়ের মেয়ের ক্ষোভ উড়িয়ে কালীঘাটে জবরদখলমুক্ত | ABP Anannda LIVE
ABP Ananda LIVE: মুখ্য়মন্ত্রীর (Mamata Banerjee)বাড়ির কাছে সরকারি সম্পত্তি দখলমুক্ত করল কলকাতা পুরসভা(kolkata municipality)। বুধবার এই দখলমুক্তি অভিযানে গিয়েই, মুখ্য়মন্ত্রীর ভাইয়ের মেয়ের ক্ষোভের মুখে পড়েন পুর-আধিকারিকরা। তাঁদের সঙ্গে বচসায় জড়ান বাবুন বন্দ্য়োপাধ্য়ায়ের (Babun Banerjee) মেয়ে। শেষ অবধি অবশ্য় ওই সরকারি সম্পত্তি দখলমুক্ত করে সেখানে কলকাতা পুলিশের ক্য়াম্প চালু করা হল।
একলাফে অনেকটাই দাম বাড়ল জিও, এয়ারটেল, ভোডাফোনের রিচার্জ প্ল্যানের। প্রিপেড থেকে পোস্ট পেড আরও দামি সব প্ল্যানই। সাধারণ মানুষের যখন মাথায় হাত তখন শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বাজার থেকে হেঁশেল নিত্য় প্রয়োজনীয় সামগ্রী থেকে রান্নার গ্য়াস...পেট্রোল-ডিজেল, দামের ছ্য়াঁকায় সাধারণ মানুষ আগে থেকেই জর্জর্রিত ,আয় এক, ব্য়ায় বেড়েই চলেছে... এই আবহে, এবার 'কথা'ও দামী। একলাফে অনেকটাই দাম বাড়ল জিও, এয়ারটেল, ভোডাফোনের রিচার্জ প্ল্যানের। এক কথায় এবার মোবাইল রিচার্জ করতে বেশি টাকা দিতে হবে। পোস্ট পেড-প্রি পেড সব। জিওর তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ন্যূনতম ২৮ দিনের রিচার্জ প্ল্য়ানের খরচ ১৫৫ টাকা থেকে বেড়ে হল ১৭৯ টাকা। ৪৭৯ টাকার ৫৬ দিনের প্ল্যান কিনতে হবে ৫৭৯ টাকায়। ৮৪ দিনের ৩৯৫ টাকার প্ল্য়ানের খরচ এবার ৪৭৯ টাকা। বার্ষিক প্ল্য়ান ২৯৯৯ থেকে একলাফে বেড়ে হচ্ছে ৩৫৯৯ টাকা। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, মাশুল বাড়িয়েছে এয়ারটেলও। সূত্রের খবর, এয়ারটেলের গ্রাহকদের খরচ বাড়ল ১০-২১%। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, ভোডাফোনের ২৮ দিনের ন্যূনতম রিচার্জ প্ল্যান যা এতদিন ছিল ১৭৯ টাকা। এবার থেকে সেই প্ল্য়ানের জন্যই গুণতে হবে ১৯৯ টাকা।
![Bangladesh News: চট্টগ্রামের পাথরঘাটায় মন্দিরে হামলা-ভাঙচুর | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/30/07c9fd862efa7dee0e25d375ed6b5c0e1732940804971894_original.png?impolicy=abp_cdn&imwidth=470)
![Kolkata Fire: গভীর রাতে বড়বাজারের নন্দরাম মার্কেটের কাছে গুদামে আগুন, ভস্মীভূত বেশ কয়েকটি দোকানও | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/30/402861514f5c6b288bdef2f534ab7d761732940360871894_original.png?impolicy=abp_cdn&imwidth=100)
![Recruitment Scam: আদালতে সাময়িক স্বস্তি সুজয়কৃষ্ণ ভদ্রের | হাইকোর্টে প্রশ্নের মুখে সিবিআই | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/30/ed56bd21359e06aaf390e4eb4b2bf3c61732939879404894_original.png?impolicy=abp_cdn&imwidth=100)
![TMC News : স্বস্তিতে' কালীঘাটের কাকু ! 'এখনই সুজয়কৃষ্ণকে গ্রেফতার করতে পারবে না CBI..'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/30/662ab5f65097161d7a927c32c03bc74b1732938987991535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![TMC News : বহরমপুরে সমবায় ভোট ঘিরে উত্তেজনা, বাম-কংগ্রেসকর্মীদের মারধরের অভিযোগ TMC-র বিরুদ্ধে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/30/42fe6f74aa6b481bc477f1281e13dfd91732936429743535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)